পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ‘ইয়েলো-বেলাইড সি স্নেক’ নামের বিষধর সাপের দেখা মিলেছে।
বৃহস্পতিবার (২০ জুন) সৈকতের পূর্ব পাশে ঝাউবন এলাকায় সাপটিকে দেখতে পান মাসুম বিল্লাহ নামের একজন ট্যুর গাইড। খবর পেয়ে অ্যানিমেল লাভার্সের সদস্যরা সাপটিকে উদ্ধার করেন।
অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য কে এম বাচ্চু খবর পটুয়াখালীকে বলেন, কুয়াকাটা বিচের পূর্ব পাশে ঝাউবনের সামনে ‘ইয়েলো-বেলাইড সি স্নেক’ দেখতে পান ট্যুর গাইড মাসুম বিল্লাহ। আমরা খবর পেয়ে দ্রুত ওখানে চলে আসি। কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে সাপটি সরিয়ে ফেলা হয়।