পটুয়াখালীতে এতিমখানা,বৃদ্ধাশ্রম সহ অসহায় মানুষের মাঝে কম্বল পৌঁছে দিয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
শনিবার সন্ধ্যায় শহরের দক্ষিণ বঙ্গ বৃদ্ধাশ্রম সহ শহরের বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন ডিসি।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
যাদব সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি সহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘সরকার আমাদের কাছে শীতার্তদের জন্য শীতবস্ত্র পাঠিয়ে থাকে। যারা প্রকৃত দাবিদার আমরা চেষ্টা করছি তাদের হাতেই কম্বল পৌঁছে দিচ্ছি। আর সে কারণে জেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, বস্তি, আশ্রয়ণ, গুচ্ছ গ্রাম এবং বাস ও লঞ্চ টার্মিনালে বসবাস কারী সুবিধাবঞ্চিত লোকজনকে কাছে গিয়ে কম্বল পৌঁছে দিচ্ছি।