পটুয়াখালীতে অযৌক্তিক ভাবে গোখাদ্যের (ভূষি) মূল্য বৃদ্ধি, পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তির্ন এর তারিখ এবং পন্যের মূল্য না থাকার করার কারনে দুটি আটা/ ময়দা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে পটুয়াখালী বিসিক এলাকায় নিয়মিত বাজার মনিটরিং চলাকালে মেসার্স রিজিয়া ফ্লাওয়ার মিলস্ কে ৫০ হাজার এবং পি.জি ফুড ফ্লাওয়ার ইন্ডাষ্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট ও জেলা টাস্কফোর্স কমিটির আহবায়ক মোঃ তারেক হাওলাদারের নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য-সচিব মোঃ শাহ- সোয়াইব মিয়া, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম ও পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর শিরিন শারমিন। এছাড়াও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।